ঢাকা হতে সিংগাইর হয়ে বেতিলা মোড় বা মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড হতে বেতিলা মোড় বা দক্ষিণ মানিকগঞ্জ-এর বালিরটেক হতে বেতিলা মোড় হয়ে বেতিলা জমিদার বাড়ি যাওয়া যায়।
Details
পূর্বে এটি ছিল একটি জমিদার বাড়ি। জমিদারি প্রথা উচ্ছেদ হওয়ার পর এটি সরকারী নিয়ন্ত্রণে চলে যায় এবং বর্তমানে এটি সরকারী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।