Wellcome to National Portal

ট্যাক্স অ্যাসেসমেন্ট-২০২৪, কোন আপত্তি থাকলে কিংবা হোল্ডিং না থাকলে ইউপি অফিসে যোগাযোগ করুন। https://drive.google.com/drive/folders/1LQLsf6JlHmjX9Bpc6zC51zPF7GyKQ9c2?usp=drive_link


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বেতিলা-মিতরা ইউনিয়ন

মানিকগঞ্জ জেলা শহর হতে মাত্র ৬ কিলোমিটার দূরে  একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বেতিলা-মিতরা ইউনিয়ন।কালের স্বাক্ষী কালীগঙ্গা ও ধলেশ্বরী নদী এ ইউনিয়নের দু প্রান্ত দিয়ে প্রবাহিত হয়েছে। এ ইউনিয়নের পশ্চিমে রয়েছে মানিকগঞ্জ পৌরসভা, পূর্বে  সিঙ্গািইর উপজেলা বায়রা ইউনিয়ন, উত্তরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন এবং দক্ষিণে সদর উপজেলা পুটাইল ইউনিয়ন অবস্থিত।    বেতিলা-মিতরা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

ক) নাম – বেতিলা-মিতরা ইউনিয়ন ।

খ) আয়তন –১৭.২৪ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২০,৫৭৬ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৪১ টি।

ঙ) মৌজার সংখ্যা –৩৯ টি।

চ) হাট/বাজার সংখ্যা ০৫ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –বাস/ সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৫২.৬৬%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,

    মাদ্রাসা- ০৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আজমত আলী

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নালড়া জোড়া দালান।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০০৮ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) নির্বাচন অনুষ্ঠান- ২৮ নভেম্বর, ২০২১ খ্রিষ্টাব্দ

                                    ২)  শপথ গ্রহণের তারিখ – ০৮ জানুয়ারী, ২০২২ খ্রিষ্টাব্দ

                                    ৩) প্রথম সভার তারিখ – ১৩ জানুয়ারী, ২০২২ খ্রিষ্টাব্দ

                                   ৪) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৩ জানুয়ারী, ২০২৭ খ্রিষ্টাব্দ

ঢ) গ্রাম সমূহের নাম –

 ১) দক্ষিন বার্থা, ২) সন সিংগা, ৩) রতনপুর, ৪) আউটপাড়া, ৫) চকগোবিন্দপুর, ৬) বাংগড়া, ৭) সোনাকান্দর, ৮) গোপালপুর- ভাদুটিয়া, ৯) নালড়া, ১০) তেরদোনা, ১১) অষ্টদোনা, ১২) পশ্চিম রাথুরা, ১৩) চকগবিন্দপুর, ১৪) পশ্চিম ঢাকারবাজু, ১৫) বিপ্র-বেতিলা, ১৬) আলগীর চর, ১৭) দক্ষিন কৃঞ্চপুর, ১৮) তালিফাবাদ, ১৯) বেথুয়াজানী, ২০) রামদিয়া, ২১) বেতিলা, ২২) বেতিলাচর, ২৩) পালড়া, ২৪) বড়বড়িয়াল, ২৫)দক্ষিন হাটবড়িয়াল, ২৬)পূর্ব হাট বড়িয়াল, ২৭) দক্ষিন মিতরা, ২৮) আমগাছিয়াবাড়ী, ২৯) গোবিন্দপুর, ৩০) সলন্ডী, ৩১) পশ্চিম হাটবড়িয়াল, ৩২) মধ্য হাটবড়িয়াল, ৩৩)ছয়দোনা, ৩৪) পুর্ব বান্দুটিয়া, ৩৫) হারুমাঝি, ৩৬) ছোট বড়িয়াল, ৩৭) পুর্ব মিতরা, ৩৮) মধ্য মিতরা, ৩৯) উত্তর মিতরা, ৪০) পশ্চিম মিতরা, ৪১) কৃষ্ণপট্টি।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               ৩) দফাদার-০১ জন

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৮ জন, শুন্যপদ-০১ টি।