Wellcome to National Portal

ট্যাক্স অ্যাসেসমেন্ট-২০২৪, কোন আপত্তি থাকলে কিংবা হোল্ডিং না থাকলে ইউপি অফিসে যোগাযোগ করুন। https://drive.google.com/drive/folders/1LQLsf6JlHmjX9Bpc6zC51zPF7GyKQ9c2?usp=drive_link


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা
বিস্তারিত

প্রতি বছরের ন্যায় এবারও জাকজমকপূর্ণভাবে বেতিলা-মিতরা ইউনিয়নবাসীর সামনে বাজেট ঘোষণা করলেন চেয়ারম্যান জনাব মোঃআসমতআলী। এবার পূর্বের চেয়ে প্রায় ৯ শতাংশ বড় আকারের বাজেট ঘোষণা করা হয়। ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটের আকার ১,৮২,৪৯,৭২০/- (এক কোটি বিরাশি হাজার ঊনপঞ্চাশ হাজার সাতশত বিশ টাকা)। এবারের বাজেটে জণগণের উন্নয়নের প্রতিফলন ঘটবে বলে চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন। বাজেট ঘোষণা সভায় আরো উপস্থিত ছিলেন  ইউপি সচিব মোঃ মুশফিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান এবং সকল ইউপি সদস্য, ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা, দফাদার মোঃ উজ্জ্বল হোসেন, সকল গ্রামপুলিশসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
25/05/2023
আর্কাইভ তারিখ
30/06/2023